Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

রাজশাহী শহর পদ্মা নদীর উত্তর উপকূলে অবস্থিত। জনসংখ্যা প্রায় ৬ লক্ষ। ১৮২৫ সালে জেলা সদর প্রতিষ্ঠিত হয় এ শহরে এবং ১৯৪৭ সালে বিভাগীয় সদর প্রতিষ্ঠিত হয়। অপরদিকে ১৮৭৬ সালে রাজশাহী পৌরসভা গঠিত হয় এবং ১৯৮৭ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে উন্নীত হয়। সময়ের সাথে সাথে এই শহরে গড়ে ওঠে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, বিজিবি সেক্টর সদর দপ্তর, বিমান বন্দর, রেডিও বাংলাদেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই সব প্রতিষ্ঠান স্থাপনের ফলে শহরের গুরুত্ব অনেকাংশে বেড়ে যায় এবং অনেকটা অপিরকল্পিতভাবে এই নগরী গড়ে উঠতে থাকে। পরিকল্পিত উন্নয়ন এবং উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭৬ সালের ৭৮ নং অধ্যাদেশ বলে রাজশাহী শহর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত (২০১৮ সনের ০৩ নং আইন বলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত) হয়। মহাপরিকল্পনা অনুযায়ী নগরের পরিকল্পিত উন্নয়নের লক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়।