Wellcome to National Portal
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

নগর পরিকল্পনার পাশাপাশি আধুনিক ও পরিকল্পিত রাজশাহী শহর বিনির্মাণে আরডিএ'র রয়েছে গুরুত্বপূর্ণ অবদান৷ আবাসন সমস্যার সমাধান, বাণিজ্যিক ও অর্থনেতিক সুযোগ সুবিধা সৃষ্টি, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থা সহজতরকরণ ইত্যাদি নাগরিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ উল্লেখযোগ্য সংখ্যক পরিকল্পিত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার উন্নয়ন, সড়ক নির্মাণ, মার্কেট নির্মাণ, বাসটার্মিনাল নির্মাণ, শিশুপার্ক নির্মাণ ইত্যাদি জনকল্যাণমূলক প্রকল্প সাফল্যের সাথে বাস্তবায়ন করেছে৷ ফলে রাজশাহী মাস্টার প্ল্যান এলাকায় নগরায়নের নুতন ধারার সৃষ্টি হয়েছে৷


০১) পরিকল্পনা শাখা

পরিকল্পনা শাখা :  মাষ্টারপ্ল্যান অনুসরণ করে ভূমি ব্যবহারের ছাড়পত্র  জমি সংক্রান্ত তথ্য পত্র প্রদান, মাষ্টারপ্ল্যানের ম্যাপ/বই সরবরাহ ও বেসরকারী আবাসিক প্রকল্পে উদ্যোক্তা/পরামর্শক নিবন্ধন ও প্রকল্প অনুমোদন করে থাকে। এই শাখার কার্যসমূহ নিম্নে ছকের মাধ্যমে প্রদান করা হলো: 

ক্রমিক

প্রকল্পের নাম

প্রকল্প এলাকা/জমির পরিমাণ

বাস্তবায়নকাল

০১।

কার্যকরী মহাপরিকল্পনা

আওতাধীন এলাকা ৩৬৫.৫৫০ বর্গ কিঃমিঃ

জুন, ২০২১

০২।

প্রিপারেশন অব স্ট্রাকচার প্ল্যান, মাস্টার প্ল্যান এ্যান্ড ডিটেইল্ড এরিয়া ডেভেলপমেন্ট প্ল্যান ফর রাজশাহী মেট্রোপলিটান সিটি।

আওতাধীন এলাকা ৩৬৪ বর্গ কি: মি:

জুন, ২০০৪


রাজশাহী মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান (২০০৪-২০২৪) ও RMDP (২০২১-২০৪১) অনুসারে বিগত ০৩(তিন) বছরে ৫৫৪৭ টি ভূমির ব্যবহার ছাড়পত্র প্রদান করার মাধ্যমে ভূমির সঠিক ব্যবহার নিয়ন্ত্রণ করেছে;


০২) অথরাইজড শাখা

* অথরাইজড শাখা ব্যক্তি মালিকানাধীন,সরকারী/বেসরকারী দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠানের ইমারত নির্মাণ/পুকুর খননের নকশা অনুমোদন করে থাকে। এছাড়াও অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রনের লক্ষ্যে অননুমোদিত ও খেলাপী নির্মাণ নিয়ন্ত্রণ করে থাকে।

মহাপরিকল্পনা (আরএমডিপি) অনুসারে সুন্দর নগরী গড়ার প্রত্যয়ে বিগত তিন বছরে ৩১০০ টি ইমারতের নকশা অনুমোদন করা হয়েছে।


 
 

০৩) বৈষয়িক শাখা

*  বৈষয়িক শাখা বিভিন্ন ধরনের প্লট ও দোকান বরাদ্দ, দখল, হস্তান্তর লীজ দলিল সম্পাদন, নামজারীর ছাড়পত্র প্রদান, ঋণ গ্রহণের অনাপত্তিপত্র, ওয়ারিশ সূত্রে নামজারি দানপত্র, প্লট হস্তান্তর, দোকান হস্তান্তর সহ আনুষাঙ্গিক অন্যান্য কাজ করে থাকে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের বর্ণনা নিম্নে দেওয়া হলো:


 আবাসিক/বাণিজ্যিক এলাকা

ক্রমিক

আবাসিক/বাণিজ্যিক এলাকা সমূহের নাম

প্লট সংখ্যা

বাস্তবায়নকাল

০১।

পদ্মা আবাসিক এলাকা

৫৮১

জুন, ১৯৯২

০২।

পারিজাত আবাসিক এলাকা

৫৬

জুন, ১৯৯৩

০৩।

বনলতা বাণিজ্যিক এলাকা প্রকল্প

১১৭

জুন, ১৯৯৫

০৪।

ছায়ানীড় আবাসিক এলাকা প্রকল্প

২২৬

জুন, ১৯৯৭

০৫।

চন্দ্রিমা আবাসিক এলাকা প্রকল্প

৪০০

জুন, ২০০৬

০৬।

মহানন্দা আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্প

১১১

জুন, ২০১০

০৭।

বনলতা বাণিজ্যিক এলাকা সম্প্রসারণ ও আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্প

৩০২

জুন, ২০১৭

০৮।

বারনই আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্প

১৯৯

জুন, ২০১৯



মার্কেট

ক্রমিক

মার্কেট সমূহের নাম

দোকান সংখ্যা

বাস্তবায়নকাল

০১।

আরডিএ মার্কেট

১৯৫২

১৯৯০

০২।

গোধুলী মার্কেট

২৭৩

১৯৯০

০৩।

পূবালী মার্কেট

২৭০

১৯৯৬

০৪।

শহীদ কামারুজ্জামান বাস টার্মিনাল মার্কেট

১১

১৯৮৯

০৫।

আন্ত:জেলা বাস টার্মিনাল মার্কেট

১৫৯

২০০৫

০৬।

ট্রাক টার্মিনাল সুপার মার্কেট

৬১

২০১২

 

 
 

০৪) প্রকৌশল শাখা

প্রকৌশল শাখা: এ শাখার মাধ্যমে রাজশাহী শহরের বিবিধ যোগাযোগ ও বিনোদন পার্ক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। নিম্নে প্রধান প্রধান প্রকল্পগুলোর বর্ণনা করা হলো।

প্রকল্পসমূহের নাম ও বাস্তবায়নকাল নিম্নে বর্ণিত হলোঃ

ক্রমিক

প্রকল্পের নাম

প্রকল্প এলাকা/জমির পরিমাণ

বাস্তবায়নকাল

০১.

শহীদ কামারুজ্জামান বাস টার্মিনাল নির্মাণ প্রকল্প

৩.৭৮ একর ধারণ ক্ষমতা ৩০০টি বাস (রাজশাহী রেলস্টেশনের বিপরীতে)

জুন/১৯৯০

০২.

নাটোর-নবাবগঞ্জ সড়ক সরলীকরণ ও প্রশস্তকরণ  প্রকল্প (আলুপট্টি মোড় হতে সোনাদিঘী মোড় পর্যন্ত)

দৈর্ঘ্যঃ ৭৬০ মিঃ। প্রস্থ ২৪ মিঃ

জুন/১৯৯০

০৩.

গ্রেটার রোড বর্ধিতকরন

দৈর্ঘ্যঃ৩.৫২০ কিঃ মিঃ। প্রস্থঃ ২৪মিঃ (তালাইমারী মোড় হতে ভদ্রার মোড় হয়ে গৌরহাঙ্গা মোড় পর্যন্ত )

জুন/১৯৯০

০৪.

সাহেব বাজার উন্নয়ন

দোকান সংখ্যা ৭২৪টি (আর.ডি.এ.মার্কেট হিসেবে পরিচিত)

জুন/১৯৯০

০৫.

রাজশাহীতে পার্কের জন্য ভূমি উন্নয়ন

৭.৬০ একর

জুন/১৯৯৫

০৬.

রাজশাহীতে ট্রাক টার্মিনাল স্থাপন

ধারণ ক্ষমতাঃ ৫০০টি

জুন/১৯৯৮

০৭.

কল্পনা সিনেমা হল হতে সেরিকালচার বিক্রয় কেন্দ্র পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ।

দৈর্ঘ্যঃ ১.৫০০ কিঃ মিঃ। প্রস্থঃ ১২মিঃ (কল্পনা সিনেমা হল হতে রেলস্টেশন পর্যন্ত রাস্তা)

জুন/১৯৯৮


০৮.

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস ভবন নির্মাণ।

নওদাপাড়ায় বিমানবন্দর সড়কে ১২ (বারো) তলার ভিত সহ ০৪ (চার) তরা পর্যন্ত নির্মিত

জুন/২০০২


০৯.

রাজশাহীতে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ

ধারণ ক্ষমতাঃ ৫০০টি বাস (নওদাপাড়া মোড়ের পূর্ব দিকে রাজমাহী বাইপাস রাস্তা সংলগ্ন)

জুন/২০০৪



১০.

রাজশাহী গ্রেটার রোড হতে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ।

দৈর্ঘ্যঃ ৪.১০০ কিঃ মিঃ। প্রস্থঃ ২৪.৩৮মিঃ (রাজশাহী রেশম বোর্ড হতে আন্তঃজেলা বাস টার্মিনাল পর্যন্ত )

জুন/২০০৯



১১.

সাহেব বাজার হতে গৌরহাঙ্গা মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ ও প্রশস্থকরণ ।

দৈর্ঘ্যঃ ১.২০০ কিঃ মিঃ। প্রস্থঃ ১৮.২৮মিঃ (গৌরহাঙ্গা মোড় হতে সাহেব বাজার জিরো পয়েন্ট পর্যন্ত)

জুন/২০১৪



১২.

কোর্ট হতে বাইপাস রোড পর্যন্ত রাস্তা প্রশস্থকরণ।

দৈর্ঘ্যঃ ২.২৫ কিঃ মিঃ। প্রস্থঃ ১৯.৫০মিঃ

জুন/২০১৯


১৩.

নাটোর রোড (রুয়োট) হতে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত রাস্তা প্রশস্থকরণ।

দৈর্ঘ্যঃ ৫.০০ কিঃ মিঃ। প্রস্থঃ ১৫.৮৫মিঃ

জুন/২০২২


১৪.


কার্যকরী মাহাপরিকল্পনাপ প্রণয়ন ও বিস্তারিত এলাকা পরিকল্পনা হালনাগাদ করার মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানকে দুর্যোগ ঝুঁকি সংবেদনশীল।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রভুক্ত ৩৬৫.০০ বর্গ কিঃ মিঃ এলাকা।

জুন/২০২২


২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ

১।  তালাইমারী চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার নির্মাণে বঙ্গবন্ধুর স্মৃতিকে চির স্মরণীয় করার প্রয়াস।

২। SDG Goal এর ১১.৭.১ নং এর Environmental Management এর উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী মহানগরীতে ১২.৫৬ একর আয়তনের একটি আধুনিক ও নান্দনিক শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্কের সৌন্দর্য বর্ধন ও পারিজাত লেক উন্নয়নের লক্ষ্যে ভূমি উন্নয়ন ৩৬৫২০.০০ ঘ:মি:, রাস্তা নির্মাণ ৪.৩০ কিমি:, আরসিসি ড্রেন নির্মাণ ৯৯০৬ মি:, জলাধারের জন্য রিটেইনিং ওয়াল নির্মাণ ১৪২০.০০ মি:, ০১টি এ্যাম্পিথিয়েটার (১০১৬.০০ ব:মি:), ৩৪২.০০ মি: পার্ক ট্রেন লাইনসহ ০১টি পার্ক ট্রেন চলাচলের ব্যবস্থা, ৭০টি পার্ক বেঞ্চ, জলাধারের উপর ০৩টি নান্দনিক স্টীল ব্রীজ, গার্ডেনিং, ল্যান্ডস্কেপিং, ইলেকট্রিক লাইটিং, ফাউন্ডেশন, পাম্প এবং ওয়াটার সাপ্লাই সিস্টেমসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির ২০০টি বৃক্ষরোপণ করা হবে।


৩। শহরের আবাসন সমস্যা সমাধান কল্পে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রান্তিক আবাসিক এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন।