Wellcome to National Portal
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সংক্ষিপ্ত ইতিহাস

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি সংবিধিবদ্ধ সেবাধর্মী প্রতিষ্ঠান। এর আয়তন ৩৬৫ বর্গ কি: মি:। পরিকল্পিত উন্নয়ন এবং আধুনিক নগরায়নের লক্ষ্যে ১৯৭৬ সালের ৭৮ নং অধ্যাদেশ বলে রাজশাহী শহর উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরে পরিবর্তিত হয়ে (২০১৮ সনের ০৩ নং আইন বলে) রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়। রাজশাহী শহরে এর প্রধান কার্যালয় অবস্থিত। হযরত শাহমুখদুম (রঃ) এর স্মৃতি বিজড়িত রাজশাহী শহর পদ্মা নদীর উত্তর উপকূলে অবস্থিত। জনসংখ্যা প্রায় ১০ লক্ষ। ১৮২৫ সালে এ শহরে জেলা সদর এবং ১৯৪৭ সালে বিভাগীয় সদর প্রতিষ্ঠিত হয়। ১৮৭৬ সালে এ শহরে রাজশাহী পৌরসভা গঠিত হয় যা ১৯৮৭ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে উন্নীত হয়। ০১। রাজশাহী সিটি কর্পোরেশন, ০২। নওহাটা পৌরসভা, ০৩। কাটাখালী পৌরসভা, ০৪। চারঘাট পৌরসভা (আংশিক), ০৫। দামকুড়া, ০৬। হড়গ্রাম, ০৭। হরিপুর, ০৮। হুজুরিপাড়া, ০৯। হরিয়ান, ১০। বড়গাছি, ১১। পারিলা, ১২। ইউসুফপুর, ১৩। বেলপুকুর, ১৪। বানেশ্বর ও ১৫। সলুয়া ইউনিয়ন পরিষদের এলাকা সহ মোট ১৫টি প্রশাসনিক এলাকা নিয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এলাকা বিস্তৃত।


শহর প্রতিষ্ঠার পর হতে রাজশাহীতে সময়ের সাথে সাথে গড়ে ওঠে রাজশাহী মেডিক্যাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, বিজিবি সেক্টর সদর দপ্তর, বিমান বন্দর, রেডিও বাংলাদেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই সব প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে শহরের গুরুত্ব অনেকাংশে বেড়ে যায় এবং অনেকটা অপিরকল্পিতভাবে আবাসিক ভবন ও ব্যবসা বাণিজ্যিক ভবন গড়ে ওঠে। এ অনিয়মিত নগরায়নে শৃংখলা আনয়নের জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সৃষ্টি প্রতিষ্ঠার পর হতেই পরিকল্পিত নগর গঠনে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিশেষ ভূমিকা রেখে আসছে।

 

নগর পরিকল্পনার পাশাপাশি আধুনিক ও পরিকল্পিত রাজশাহী শহর বিনির্মাণে আরডিএ'র রয়েছে গুরুত্বপূর্ণ অবদান৷ আবাসন সমস্যার সমাধান, বাণিজ্যিক ও অর্থনেতিক সুযোগ সুবিধা সৃষ্টি, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি নাগরিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ উল্লেখযোগ্য সংখ্যক পরিকল্পিত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার উন্নয়ন, সড়ক নির্মাণ, মার্কেট নির্মাণ, বাসটার্মিনাল নির্মাণ, শিশুপার্ক নির্মাণ ইত্যাদি জনকল্যাণমূলক প্রকল্প সাফল্যের সাথে বাস্তবায়ন করেছে৷ এর ফলে কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় নগরায়নের নুতন ধারার সৃষ্টি হয়েছে৷