কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
রাজশাহী শহর পদ্মা নদীর উত্তর উপকূলে অবস্থিত। জনসংখ্যা প্রায় ৬ লক্ষ। ১৮২৫ সালে জেলা সদর প্রতিষ্ঠিত হয় এ শহরে এবং ১৯৪৭ সালে বিভাগীয় সদর প্রতিষ্ঠিত হয়। অপরদিকে ১৮৭৬ সালে রাজশাহী পৌরসভা গঠিত হয় এবং ১৯৮৭ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে উন্নীত হয়। সময়ের সাথে সাথে এই শহরে গড়ে ওঠে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, বিজিবি সেক্টর সদর দপ্তর, বিমান বন্দর, রেডিও বাংলাদেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই সব প্রতিষ্ঠান স্থাপনের ফলে শহরের গুরুত্ব অনেকাংশে বেড়ে যায় এবং অনেকটা অপিরকল্পিতভাবে এই নগরী গড়ে উঠতে থাকে। পরিকল্পিত উন্নয়ন এবং উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭৬ সালের ৭৮ নং অধ্যাদেশ বলে রাজশাহী শহর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত (২০১৮ সনের ০৩ নং আইন বলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত) হয়। মহাপরিকল্পনা অনুযায়ী নগরের পরিকল্পিত উন্নয়নের লক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়।
পরিকল্পনা শাখা মাষ্টারপ্ল্যান অনুসরণ করে ভূমি ব্যবহারের ছাড়পত্র ও ঋণ গ্রহণের জন্য জমি সংক্রান্ত তথ্য পত্র প্রদান, মাষ্টার প্ল্যানের ম্যাপ/বই সরবরাহ ও বেসরকারী আবাসিক প্রকল্পে উদ্যোক্তা/পরামর্শক নিবন্ধন ও প্রকল্প অনুমোদন করে থাকে।
অথরাইজড শাখা ব্যক্তি মালিকানাধীন, সরকারী/বেসরকারী দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠানের ইমারত নির্মাণ/পুকুর খননের নকশা অনুমোদন করে থাকে। এছাড়াও অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রনের লক্ষে অননুমোদিত ও খেলাপী নির্মাণ নিয়ন্ত্রণ করে থাকে।
বৈষয়িক শাখা বিভিন্ন ধরনের প্লট বরাদ্দ, দখল, লীজ দলিল সম্পাদন, নামজারীর জন্য তথ্য প্রদান, ঋণ গ্রহণের অনাপত্তিপত্র, ওয়ারেশ কায়েম, প্লট হস্তান্তর, ষ্টল বরাদ্দ, দখল ও লীজ সম্পাদন সহ আনুষাঙ্গীক কাজ করে থাকে।
প্রকৌশল শাখা নিজস্ব ও জিওবি অর্থে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নিজস্ব স্থাপনার মেরামত ও রক্ষনাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস