কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
নগর পরিকল্পনার পাশাপাশি আধুনিক ও পরিকল্পিত রাজশাহী শহর বিনির্মাণে আরডিএ'র রয়েছে গুরুত্বপূর্ণ অবদান৷ আবাসন সমস্যার সমাধান, বাণিজ্যিক ও অর্থনেতিক সুযোগ সুবিধা সৃষ্টি, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থা সহজতরকরণ ইত্যাদি নাগরিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ উল্লেখযোগ্য সংখ্যক পরিকল্পিত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার উন্নয়ন, সড়ক নির্মাণ, মার্কেট নির্মাণ, বাসটার্মিনাল নির্মাণ, শিশুপার্ক নির্মাণ ইত্যাদি জনকল্যাণমূলক প্রকল্প সাফল্যের সাথে বাস্তবায়ন করেছে৷ ফলে রাজশাহী মাস্টার প্ল্যান এলাকায় নগরায়নের নুতন ধারার সৃষ্টি হয়েছে৷
বিভিন্ন আবাসিক এলাকা
ক্রমিক
|
নাম
|
প্লট সংখ্যা
|
বাস্তবায়নকাল
|
১
|
পদ্মা আবাসিক এলাকা |
৫৮১
|
জুন ১৯৯২
|
২
|
পারিজাত আবাসিক এলাকা |
৫৬
|
জুন ১৯৯৩
|
৩
|
বনলতা বাণিজ্যিক এলাকা প্রকল্প |
১১৭
|
জুন ১৯৯৫
|
৪
|
ছায়ানীড় আবাসিক এলাকা প্রকল্প |
২২৬
|
জুন ১৯৯৭
|
৫
|
চন্দ্রিমা আবাসিক এলাকা প্রকল্প |
৪০০
|
জুন ২০০৬
|
৬
|
মহানন্দা আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্প |
১১১
|
জুন ২০১০
|
৭
|
বনলতা বাণিজ্যিক এলাকা সম্প্রসারণ ও আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্প |
৩০২
|
জুন ২০১৭
|
৮
|
বারনই আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্প |
১৯৯
|
জুন ২০১৯
|
১। রাজশাহী মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান (২০০৪-২০২৪) (এস.আর.ও. নং ১৭৭-আইন/২০০৫) অনুসারে বিগত তিন বছরে ৫৩০৩ টি ভূমির ব্যবহার ছাড়পত্র প্রদান করার মাধ্যমে ভূমির সঠিক ব্যবহার নিয়ন্ত্রণ করেছে;
২। মহাপরিকল্পনা (আরএমডিপি) অনুসারে সুন্দর নগরী গড়ার প্রত্যয়ে ৩১০০ টি ইমারতের নকশা অনুমোদন করা হয়েছে;
৩। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তাবিত আবাসিক জোনে বারনই আবাসিক এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে মোট ১৮৭টি আবাসিক প্লট নগরবাসীকে বারদ্দ প্রদান করা হয়েছে;
৪। SDG Goal এর ১১.২.১ নং এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বর্ণিত ভৌত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কোর্ট হতে বাইপাস পর্যন্ত ২.২৫ কি.মি. ও নাটোর রোড হতে বাইপাস পর্যন্ত ৫.০০ কি.মি. সড়ক বাস্তবায়ন করা হয়েছে;
৫। SDG Goal এর ১১ নং এবং ডেলটা প্ল্যান, ২১০০ এর “Sustainable Land use and Spatial Planning” ও “Earthquake” স্ট্রাটেজি এর অধীনে রাজশাহী মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানকে দুর্যোগ ঝুঁকি সংবেদনশীল করণ” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন।
১। তালাইমারী চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার নির্মাণে বঙ্গবন্ধুর স্মৃতিকে চির স্মরণীয় করার প্রয়াস।
২। SDG Goal এর ১১.৭.১ নং এর Environmental Management এর উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী মহানগরীতে ১২.৫৬ একর আয়তনের একটি আধুনিক ও নান্দনিক শহীদ ক্যাপ্টেন মনসুর আল পার্কের সৌন্দর্য বর্ধন ও পারিজাত লেক উন্নয়নের লক্ষ্যে ভূমি উন্নয়ন- ২৫০৬৪ ঘ.মি.; রাস্তা নির্মাণ- ৪.১০ কি.মি.; আরসিসি ড্রেন নির্মাণ- ৫৬০০ মি.; ও জরাধারের জন্য রিটেইনিং ওয়াল নির্মাণ- ১১০০.০০ মি. বাস্তবায়ন করা হবে।
৩। শহরের আবাসন সমস্যা সমাধানকল্পে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রান্তিক আবাসিক এলাকা উন্নয়ন শীষর্ক প্রকল্প বাস্তবায়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস