Wellcome to National Portal
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাননীয় প্রতিমন্ত্রীর জীবন বৃত্তান্ত

শরীফ আহমেদ এম.পি

মাননীয় প্রতিমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শরীফ আহ্‌মেদ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামে ১৯৭০ সালের ২৫শে জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা জননেতা শামছুল হক পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য এবং একবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাব শামছুল হক ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছের রাজনৈতিক সহচর হিসাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যিনি বাংলাদেশের তথা তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার একজন নীতিবান, আদর্শবান এবং বঙ্গবন্ধুর আদর্শে গড়া অত্যন্ত প্রতাপশালী একজন রাজনীতিবিদ ও জননেতা ছিলেন।

জনাব শরীফ আহ্‌মেদ এর মাতা একজন রত্নগর্ভা যিনি সবসময় পরিবারকে অনুপ্রেরণা দিয়েছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি তার সব সন্তানদেরকে সুযোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তিন ভাই ও তিন বোন মোট ছয় ভাইবোনের মধ্যে জনাব শরীফ আহ্‌মেদ পঞ্চম।

তিনি স্কুলজীবনে ময়মনসিংহ জিলা স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনসহ কৃতিত্বের সাথে এস এস সি পাশ করেন।  ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর রাজনীতিতে হাল ধরার জন্য তিনি নিজ এলাকা ময়মনসিংহের ফুলপুর ডিগ্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন শেষে ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবনে ক্রীড়াঙ্গনে ছিল তার অবাধ বিচরণ। ফুটবল ও ক্রিকেটে ছিল তার অসাধারণ কৃতিত্ব। পরিচিত ও বন্ধুমহলে তিনি প্রাণবন্ত, উচ্ছল তারুণ্যের প্রতীক।

জনাব শরীফ আহ্‌মেদ তৃণমূল রাজনীতিতে একজন মহৎ হৃদয়ের সফল মানুষ হিসেবে সুপরিচিত মুখ। মূলত: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিজ পিতার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে জনাব শরীফ আহ্‌মেদ ছাত্র জীবনেই বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন।

তৃণমূল থেকে উঠে আসা জনাব শরীফ আহ্‌মেদ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে ময়মনসিংহ জেলা যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

জনাব শরীফ আহ্‌মেদ ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা নির্বিশেষে সকল মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তৃণমূলে বিপুল কর্মীবাহিনী তার রাজনৈতিক জীবনের প্রধান চালিকাশক্তি। রাজনৈতিক জীবনে ২০১৩ সালে জনগণ তাঁকে তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেন। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহ্‌মেদ বিবাহিত। তাঁর সহধর্মিণী মিসেস শেফালী বেগম বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন। মাননীয় প্রতিমন্ত্রী দুই সন্তানের গর্বিত পিতা। প্রথম সন্তান ওয়াসেক আহমেদ ও ২য় সন্তান তাসফিয়া আহমেদ।

রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতি জনাব শরীফ আহ্‌মেদ এর রয়েছে বিশেষ সম্পৃক্ততা। অবসরে একটু সময় পেলেই তিনি বই পড়ায়, গান শোনায় আর কবিতা আবৃত্তি চর্চায় নিজেকে মনোনিবেশ করেন। কথা বা কাজের মাধ্যমে অতি সহজেই তিনি মানুষের হৃদয় জয় করতে পারেন। এটি তার একটি বিশেষ গুণ।

সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে দেশকে আরো উন্নত করার সংকল্পে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।